রাজশাহীর ৩০০ মেট্রিক টন আম যাচ্ছে বিদেশে
উপজেলার ২২০ জন চাষির বাগান থেকে এ আম গুলো রফতানি করা হবে বলে জানা গেছে। এর আগে কৃষি বিভাগের মাধ্যমে বিভিন্ন দেশে আম পাঠানোর জন্য তাদের চুক্তি হয়েছিল। তাই চুক্তি অনুযায়ী রফতানি উপযোগী করে আম চাষ করেছেন তারা। কৃষি বিভাগ জানায়, চুক্তিবদ্ধ আমচাষিরা লক্ষণভোগ বা লখনা, হিমসাগর বা ক্ষিরসাপাত এবং ল্যাংড়া আম বিদেশে রফতানির উপযোগী করে উৎপাদন করেন। জেলা প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী, ২৫ মে থেকে লক্ষণভোগ বা লখনা এবং ২৮ মে থেকে হিমসাগর নামানো শুরু হয়েছে। ৬ জুন থেকে নামবে ল্যাংড়া। কয়েকদিন পর এসব আম বিদেশে পাঠানো শুরু হবে। রাজশাহীর বাঘা উপজেলা থেকে এ বছর ৩০০ মেট্রিক টন আম রফকানি হলে তিন কোটি টাকা পাবেন চাষিরা। এবিষয়ে বাঘা উপজেলা কৃষি কর্মকর্তা শফিউল্লাহ সুলতান বলেন, ‘চুক্তিবদ্ধ চাষিদের আমরা প্রশিক্ষণ দেই। তাদের বাগানের সার ও সেচ ব্যবস্থাপনা শেখানো হয়। ব্যাগিং পদ্ধতিতে ফ্রেশ আম উৎপাদনের বিষয়টিও তাদের শেখানো হয়। এই কাজটি শুধু বাঘা উপজেলায় হয়।’