প্রথমবারের মতো অস্কার কমিটিতে দক্ষিণী তারকা
ভারতীয় দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা সুরিয়া। তার অভিনীত ‘সোরারাই পোত্রু’ এবং ‘জয় ভীম’ সিনেমা ইতোমধ্যে আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করেছে। সম্প্রতি এই অভিনেতা অস্কার কমিটিতে আমন্ত্রিত হয়েছেন। যা দক্ষিণী সিনেমার মধ্যে প্রথম কোনো অভিনেতা আমন্ত্রিত হলেন।
গতকাল মঙ্গলবার (২৮ জুন) একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস ২০২২ সালের জন্য আমন্ত্রিত ৩৯৭ শিল্পীর তালিকা প্রকাশ করেছে। তালিকায় সুরিয়ার নাম রয়েছে। সুরিয়ার গত বছরের তামিল আইনি সিনেমা ‘জয় ভীম’ এর একটি দৃশ্য একাডেমি দৃশ্য বিভাগে অস্কারের ইউটিউব চ্যানেলে এসেছে। একাডেমি টুইটার অ্যাকাউন্টে ২০২২ সালের বিভাগীয় তালিকা প্রকাশ করার সঙ্গে নতুন সদস্যদের নাম ঘোষণা করেছে। এবার অস্কারের সদস্যপদে যোগ দেয়ার জন্য ৩৯৭ শিল্পী ও নির্বাহীকে আমন্ত্রণ জানানো হয়েছে। বুধবার (২৯ জুন) হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, এবার সম্ভাব্য ৭১ জন অস্কার মনোনীত এবং ১৫ জন বিজয়ী অন্তর্ভুক্ত।