২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় ইবিতে প্রতিবাদ র্যালি
ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) গ্রেনেড হামলা দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করছেন কর্তৃপক্ষ। রবিবার (২১ আগস্ট) সকাল সাড়ে ৯টায় প্রশাসন ভবন চত্বর থেকে এক প্রতিবাদ র্যালি বের করেন। র্যালিটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মৃত্যুঞ্জীয় মুজিব ম্যুরালে শেষ হয়।
র্যালি শেষে মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। এসময় তার সাথে ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আলমগীর হোসেন ভূঁইয়া ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ.এম.আলী হাসান।
বিশ্ববিদ্যালয়ের শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালে শ্রদ্ধা জানান বঙ্গবন্ধু পরিষদ, বঙ্গবন্ধু পরিষদ (শিক্ষক ইউনিট), শাপলা ফোরাম, বিভিন্ন হল, বিভাগ, ইবি শাখা ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠন। পরে শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।