ঢাকা ১২ই এপ্রিল, ২০২১ খ্রিস্টাব্দ | ২৯শে চৈত্র, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৩৭ অপরাহ্ণ, এপ্রিল ৬, ২০২১
ক্রীড়া ডেস্ক: রিয়াল ভায়াদোলিদকে ১-০ গোলে হারিয়ে লা লিগার শিরোপার লড়াই জমিয়ে তুলেছে বার্সেলোনা।
আক্রমণ-পাল্টা আক্রমণে ম্যাচের শুরুটা হয় জমজমাট। বরাবরের মতো বল দখলে আধিপত্য ধরে রেখে খেলতে থাকে বার্সেলোনা।
যদিও প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোনো দল।
দ্বিতীয়ার্ধের ৭১তম মিনিটে মেসির জোরালো শট পোস্ট ঘেঁষে বাইরে যায়।
৭৯তম মিনিটে রেফারির বিতর্কিত সিদ্ধান্তে ১০ জনে পরিণত হয় ভায়াদোলিদ।
একজন কম নিয়েও ভালোই লড়াই করে যাচ্ছিল দলটি।
গোলশূন্য ড্রর দিকে এগিয়ে যাচ্ছিল ম্যাচ।
কিন্তু একেবারে শেষ পর্যায়ে ৯০তম মিনিটে এসে ওসমান দেম্বেলের একমাত্র গোলে জয় নিশ্চিত করে বার্সেলোনা।
আসরে বাজে শুরুর পর গত ৫ ডিসেম্বর থেকে আর কোনো ম্যাচ হারেনি বার্সেলোনা।
এই নিয়ে টানা ১৯ ম্যাচ অপরাজিত রোনাল্ড কোম্যানের শিষ্যরা। যার মধ্যে জয় ১৬টি, ড্র তিনটি।
বার্সেলোনার পয়েন্ট এখন ৬৫। লিগের শীর্ষে থাকা অ্যাতলেটিকোর পয়েন্ট ৬৬। আর তৃতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৬৩। তিন দলই খেলছে ২৯ ম্যাচ করে।
সম্পাদক ও প্রকাশক : আবু সাঈদ সজল
হেড অফিস: আনন্দ প্লাজা (২য় তলা) মজিদপুর রোড, সাভার, ঢাকা-১৩৪০।
আঞ্চলিক অফিস: ইসলাম টাওয়ার, মির্জাপুর, রাজশাহী-৬২০৬।
মোবাইল : +৮৮-০১৭৯১৪৯৯৭০৯( সম্পাদক ) , +৮৮-০১৭০০৭৮২৯৫২ (বার্তা কক্ষ)
ই-মেইল : dailyalokitovor@gmail.com
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | Developed By Bongshai IT