ঢাকা ১২ই এপ্রিল, ২০২১ খ্রিস্টাব্দ | ২৯শে চৈত্র, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:২৩ অপরাহ্ণ, এপ্রিল ৬, ২০২১
অনলাইন ডেস্ক: বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল আন্তর্জাতিক ক্যারিয়ার দীর্ঘ করতে ক্রিকেটের যেকোনো এক ফরম্যাট থেকে শিগগিরই অবসর নেয়ার পরিকল্পনা করেছেন ।
কিছুদিন আগেই এমন ইঙ্গিত দিয়েছেন দেশসেরা ওপেনার।
এবার এ প্রসঙ্গে মুখ খুলেছেন জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশার।
নিউজিল্যান্ড সফরে ওয়ানডে সিরিজ খেললেও ব্যক্তিগত কারণে টি-২০ সিরিজে খেলেননি তামিম। ফলে সবার ধারণা, টি-২০ ফরম্যাট থেকেই বিদায় নিতে যাচ্ছেন তামিম।
টাইগার ওপেনার এমন ইঙ্গিত দিলেও সেটা অনেকটা নিশ্চিত হয়েছে হাবিবুল বাশার সুমনের ভাষায়। গণমাধ্যমকে বাশার বলেন, তামিম এই মুহূর্তে টেস্ট ও ওয়ানডে নিয়েই বেশি ভাবছে।
টি-২০ থেকে কিন্তু একদম পুরোপুরি বিদায় নেয়নি। তবে আসন্ন টি-২০ বিশ্বকাপের বিষয়টা মাথায় রেখেছে সে। এরপর এই ফরম্যাট থেকে বিদায় নিতে পারে।
জাতীয় দলের সাবেক অধিনায়ক আরো বলেন, একটা না একটা সময় নতুন কাউকে তো আসতেই হবে।
এটা ৩-৪ বছর পরে হোক, কিংবা তারও আগে হোক। আমরা নতুনদের কাছ থেকে সাকিব-তামিমের মতো পারফরম্যান্স আশা করছি। এটা কিন্তু সবার দ্বারা সম্ভব হবে না।
বাশার আরও, সাকিব-তামিমও কিন্তু এখনকার অবস্থানে আসতে ২-৩ বছর বা আরো বেশি সময় নিয়েছে।
আমরা যদি ধৈর্য্য ধরে একটু সময়ে দিই তাহলে ভালো কিছু সম্ভব। ছেলেরা কিন্তু যথেষ্ট প্রতিভাবান।
সম্পাদক ও প্রকাশক : আবু সাঈদ সজল
হেড অফিস: আনন্দ প্লাজা (২য় তলা) মজিদপুর রোড, সাভার, ঢাকা-১৩৪০।
আঞ্চলিক অফিস: ইসলাম টাওয়ার, মির্জাপুর, রাজশাহী-৬২০৬।
মোবাইল : +৮৮-০১৭৯১৪৯৯৭০৯( সম্পাদক ) , +৮৮-০১৭০০৭৮২৯৫২ (বার্তা কক্ষ)
ই-মেইল : dailyalokitovor@gmail.com
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | Developed By Bongshai IT