ঢাকা ১২ই এপ্রিল, ২০২১ খ্রিস্টাব্দ | ২৯শে চৈত্র, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৩৭ অপরাহ্ণ, এপ্রিল ৭, ২০২১
স্পোর্টস ডেস্ক: পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের একটি চারদিনের ম্যাচ ও পাঁচটি ওয়ানডে খেলতে ১১ এপ্রিল বাংলাদশে পা রাখার কথা ছিল। তবে নতুন সূচিতে ১৭ এপ্রিলে আসছে তারা।
সময় পরিবর্তন হলেও সফরে ম্যাচ সংখ্যায় কোনও পরিবর্তন আসেনি। বিবৃতির মাধ্যমে সফরসূচি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
১৭ এপ্রিল ঢাকায় নামবে পাকিস্তান যুবদল। ওই দিনই সিলেটে চলে যাবে তারা। ২১ এপ্রিল পর্যন্ত কোয়ারেন্টিনে থাকতে হবে সফরকারীদের।
অনুশীলনের দুই দিন বরাদ্দ রয়েছে তাদের জন্য। চার দিনের ম্যাচে ২৩ এপ্রিল মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তানের অনূর্ধ্ব-১৯ দল।
সিলেটেই ৩০ এপ্রিল মাঠে গড়াবে সিরিজের প্রথম ওয়ানডে। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ বসবে যথাক্রমে ২ এবং ৪ মে।
ঢাকায় ৭ ও ৯ মে ৫০ ওভারের মুখোমুখি হবে দলদুটি। ১০ মে ঢাকা ত্যাগ কবে পাকিস্তান যুবদল।
সম্পাদক ও প্রকাশক : আবু সাঈদ সজল
হেড অফিস: আনন্দ প্লাজা (২য় তলা) মজিদপুর রোড, সাভার, ঢাকা-১৩৪০।
আঞ্চলিক অফিস: ইসলাম টাওয়ার, মির্জাপুর, রাজশাহী-৬২০৬।
মোবাইল : +৮৮-০১৭৯১৪৯৯৭০৯( সম্পাদক ) , +৮৮-০১৭০০৭৮২৯৫২ (বার্তা কক্ষ)
ই-মেইল : dailyalokitovor@gmail.com
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | Developed By Bongshai IT