ঢাকা ১২ই এপ্রিল, ২০২১ খ্রিস্টাব্দ | ২৯শে চৈত্র, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৪৯ অপরাহ্ণ, এপ্রিল ৭, ২০২১
শেখ ইমরান হোসেন, (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সীগঞ্জের সিরাজদিখানের কেয়াইন ইউনিয়নের ৪ টি এলাকায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।
১৪৪ ধারা জারি করে সব ধরনের সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে স্থানীয় প্রশাাসন।
বুধবার ৭ এপ্রিল সন্ধ্যা ৬টা থেকে আগামীকাল রাত ১০ টা পর্যন্ত কেয়াইন ইউনিয়নের কুচিয়ামোড়া কলেজ মাঠ,ইকবাল মার্কেট সংলগ্ন কবরস্থান মাঠ,
নিমতলা বাসস্ট্যান্ড ,নিমতলা আওলাদ মার্কের ও আশ-পাশের ২ শ গজে এ আদেশ কার্যকর থাকবে বলে জানিয়েছেন সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ ফয়েজুল ইসলাম।
বিষয়টি নিশ্চিত করে সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ ফয়েজুল ইসলাম, জানান, হেফাজতের প্রতিবাদ সভা,করোনা প্রাদুর্ভাব,সরকারী বিধি নিষেধ, আইনশৃঙ্খলা অবনতি,এসব বিষয় বিবেচনা করেই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে ।
সম্পাদক ও প্রকাশক : আবু সাঈদ সজল
হেড অফিস: আনন্দ প্লাজা (২য় তলা) মজিদপুর রোড, সাভার, ঢাকা-১৩৪০।
আঞ্চলিক অফিস: ইসলাম টাওয়ার, মির্জাপুর, রাজশাহী-৬২০৬।
মোবাইল : +৮৮-০১৭৯১৪৯৯৭০৯( সম্পাদক ) , +৮৮-০১৭০০৭৮২৯৫২ (বার্তা কক্ষ)
ই-মেইল : dailyalokitovor@gmail.com
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | Developed By Bongshai IT