ঢাকা ১২ই এপ্রিল, ২০২১ খ্রিস্টাব্দ | ২৯শে চৈত্র, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৫৭ অপরাহ্ণ, এপ্রিল ৭, ২০২১
নিজস্ব প্রতিবেদক: টানা ১৮ দিন অচেতন থাকার পর কিংবদন্তি অভিনেতা ও ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুকের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে।
বুধবার (৭ এপ্রিল) তিনি সাড়া দিয়েছেন বলে জানিযেছেন অভিনেতার ছেলে রওশন হোসেন পাঠান শরৎ। তিনি বলেছেন, ‘আজ ডাক্তারদের ডাকে সাড়া দিয়েছেন তার বাবা।’
শরৎ বলেন, ‘আজ বিকেলের দিকে (বুধবার) আব্বু ডাক্তারদের ডাকে সাড়া দিয়েছেন।
একই সঙ্গে হাতও নাড়িয়েছেন। ডাক্তাররা আশাবাদী হয়েছেন।’
‘আব্বুর শারীরিক অবস্থা উন্নতির দিকে।
তবে পুরোপুরি সুস্থ হতে বেশ কিছুদিন সময় লাগবে’- যোগ করেন শরৎ।
শরৎ জানান, তার বাবা সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি আছেন।
সেখানে তার অনেক আত্মীয়স্বজন রয়েছেন। তাদের মাধ্যমেই প্রতিনিয়ত খবর রাখছেন তিনি।
সম্প্রতি সপরিবারে করোনায় আক্রান্ত হন ফারুক। সবাই সুস্থ হলেও তার বেশকিছু শারীরিক জটিলতা দেখা দেয়। মার্চের দ্বিতীয় সপ্তাহে সিঙ্গাপুরে যান তিনি। সেখানে পরীক্ষায় তার রক্তে সংক্রমণ ধরা পড়ে।
এরপর সিঙ্গাপুরে নিজের পরিচিত চিকিৎসকের পরামর্শে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সেখানে কিডনি বিশেষজ্ঞ ডা. লাইয়ের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন। গত ২১ মার্চ তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। তখন থেকেই অচেতন অবস্থায় ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : আবু সাঈদ সজল
হেড অফিস: আনন্দ প্লাজা (২য় তলা) মজিদপুর রোড, সাভার, ঢাকা-১৩৪০।
আঞ্চলিক অফিস: ইসলাম টাওয়ার, মির্জাপুর, রাজশাহী-৬২০৬।
মোবাইল : +৮৮-০১৭৯১৪৯৯৭০৯( সম্পাদক ) , +৮৮-০১৭০০৭৮২৯৫২ (বার্তা কক্ষ)
ই-মেইল : dailyalokitovor@gmail.com
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | Developed By Bongshai IT