ঢাকা ১২ই এপ্রিল, ২০২১ খ্রিস্টাব্দ | ২৯শে চৈত্র, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:০৮ অপরাহ্ণ, এপ্রিল ৭, ২০২১
অনলাইন ডেস্ক: ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, পরমাণু সমঝোতা নিয়ে ইরান ও অন্য স্বাক্ষরকারী দেশগুলোর মধ্যকার বৈঠকের মধ্যদিয়ে এই সমঝোতা বাঁচানোর ক্ষেত্রে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে।
তিনি বলেন, ২০১৫ সালে সই হওয়া পরমাণু সমঝোতা বাঁচাতে সবাই এখন এক সুরে কথা বলছে।
এ সময় তিনি অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অনুষ্ঠিত বৈঠকের প্রতি ইঙ্গিত করেন।
প্রেসিডেন্ট রুহানি বলেন, সব পক্ষই সর্বসম্মতভাবে পরমাণু সমঝোতা বাঁচানোর ওপর গুরুত্বারোপ করেছে।
বুধবার ইরানের মন্ত্রিসভার বৈঠকে প্রেসিডেন্ট হাসান রুহানি এসব কথা বলেন।
এর একদিন আগে ভিয়েনায় পরমাণু সমঝোতা ইস্যুতে অনুষ্ঠিত বৈঠকে ইরান ও পাঁচ জাতিগোষ্ঠী দুটি ওয়ার্কিং গ্রুপ প্রতিষ্ঠা করতে সম্মত হয়।
একটি গ্রুপ ইরানের ওপর থেকে কীভাবে মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেয়া যায় তা নিয়ে কাজ করবে; অন্য গ্রুপটি ইরানকে পরমাণু সমঝোতা বাস্তবায়নে সহযোগিতার ধারায় ফিরিয়ে আনার জন্য কাজ করবে।
ইরান বিষয়ক মার্কিন বিশেষ প্রতিনিধি রব ম্যালির নেতৃত্বাধীন একটি প্রতিনিধিদল ভিয়েনায় উপস্থিত ছিল তবে তারা বৈঠকে অংশ নিতে পারেননি।
সম্পাদক ও প্রকাশক : আবু সাঈদ সজল
হেড অফিস: আনন্দ প্লাজা (২য় তলা) মজিদপুর রোড, সাভার, ঢাকা-১৩৪০।
আঞ্চলিক অফিস: ইসলাম টাওয়ার, মির্জাপুর, রাজশাহী-৬২০৬।
মোবাইল : +৮৮-০১৭৯১৪৯৯৭০৯( সম্পাদক ) , +৮৮-০১৭০০৭৮২৯৫২ (বার্তা কক্ষ)
ই-মেইল : dailyalokitovor@gmail.com
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | Developed By Bongshai IT