হযরত মোহাম্মদ (সাঃ) কে নিয়ে কটুক্তি করার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
হাসান আহাম্মেদ সুজন: ভোলা বোরহানউদ্দিনে হযরত মোহাম্মদ (সাঃ) কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অবমাননাকর কটুক্তি করার প্রতিবাদে তৌহিদী জনতার বিক্ষোভ মিছিলে পুলিশের বর্বরোচিত গুলিবর্ষণ ও নির্বিচারে হত্যা করার অভিযোগ তুলে প্রতিবাদে জামালপুর জেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২৩ অক্টোবর বুধবার সকালে স্টেশন বাজারস্ত জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে জামালপুর জেলা বিএনপি।
জামালপুর জেলা বিএনপির সহ-সভাপতি আমজাদ হোসেনের সভাপতিত্বে, বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটি ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন।
জামালপুর জেলা বিএনপির দপ্তর সম্পাদক গোলাম রব্বানী’র সঞ্চালনায়, বিক্ষোভ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহসভাপতি মো. আনিছুর রহমান বিপ্লব,মো. লিয়াকত আলী,সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক শহীদুল হক খান দুলাল,যুগ্ন সাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল, সাজ্জাদ হোসেন পল্টন, বিশেষ বিষয়ক সম্পাদক রহুল আমিন মিলন,পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাইন উদ্দিন বাবুল,জেলা যুবদলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিকুল ইসলাম খান সজীব, জেলা শ্রমিকদলের সভাপতি শেখ মো. আব্দুস সোবাহান, জেলা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি সালেহীন মাসুদ মাস্টার,সহসাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন বাহাস,জেলা তাঁতি দলের আহ্বায়ক আনিছুর রহমান লুলু,জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল করিম সুমন প্রমুখ।
এসময় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা ভোলা বোরহানউদ্দিনে হযরত মোহাম্মদ (সাঃ) কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে অবমাননাকর কটুক্তিকারী বিপ্লব চন্দ্র শুভ সহ সেই সাথে ভোলায় তৌহিদী জনতার বিক্ষোভ মিছিলে পুলিশের বর্বরোচিত গুলিবর্ষণ ও নির্বিচারে হত্যাকারী পুলিশের সর্বোচ্চ শাস্তির বিচারেরও দাবী জানান তারা।