মুজিববর্ষ উপলক্ষে বঙ্গবন্ধু ভলিবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্টিত

সুরুজ আলী, নাটোর জেলা প্রতিনিধি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে নাটোরের বড়াইগ্রাম উপজেলা প্রশাসনের উদ্যোগে ও উপজেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় বঙ্গবন্ধু ভলিবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরন অনুষ্টিত হয়েছে।
রবিবার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে মাদকের বিরুদ্ধে শপথ বাক্য পাঠের মাধ্যমে ফাইনাল খেলার উদ্বোধন করেন নাটোর-৪ আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল কুদ্দুস এমপি।
বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এ সময় অন্যান্যদের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বনপাড়া পৌরসভার মেয়র কে এম জাকির হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার কলি,
উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজী, সাধারন সম্পাদক এ্যাড.মিজানুর রহমান, এমপি পুত্র আসিফ আব্দুল্লাহ শোভন, উপজেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি জামিল হোসেন,সাধারন সম্পাদক জয়নাল গাজী,উপজেলার ৬টি ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ সহ খেলাপ্রিয় দর্শক।
ফাইনাল খেলায় উপজেলা ক্রীড়া সংস্থাকে হারিয়ে জোয়াড়ী ইউনিয়ন ক্রীড়া সংস্থা বিজয়ী হয়।পরে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেওয়া হয়।