ফেনীতে জেলা বিএনপি‘র মানববন্ধন

ওমর ফারুক, ফেনী প্রতিনিধি: বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত মামলার চার্জ গঠন ও গ্রেপ্তারি পরোয়ানা জারির বিরুদ্ধে মানববন্ধন করেছে ফেনী জেলা বিএনপি।
১৩ জানুয়ারি বিকালে ফেনী পৌরশহরের ট্রাংক রোডস্থ প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপি’র আহবায়ক শেখ ফরিদ বাহারের সভাপতিত্বে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন আসন্ন ফেনী পৌর নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, যুগ্ম-আহবায়ক অধ্যাপক এম.এ.খালেক, এয়াকুব নবী, আলাউদ্দিন গঠন,
জেলা বিএনপি’র সদস্য জয়নাল আবেদীন বাবলু, সাইফুর রহমান রতন, নুর হোসেন সেলিম, গোলাম রসুল গোলাপ, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এস.এম.কায়সার এলিন সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্বে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবি জানান।