আন্তর্জাতিক
নৌবাহিনী প্রধানকে বরখাস্ত করলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মতবিরোধের জেরে নৌবাহিনী প্রধান রিচার্ড স্পেন্সারকে বরখাস্ত করা হয়েছে।
রবিবার রাতে, প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার এক বিবৃতিতে বলেন, ট্রাম্প প্রশাসন আর স্পেন্সারের ওপর ভরসা রাখতে না পারায় তাকে বরখাস্ত করা হয়েছে।
গণমাধ্যমের খবরে বলা হয়েছে, নেভি সিল সদস্য এডওয়ার্ড গ্যালাঘার মামলায় দ্বিমত পোষণ করায় স্পেন্সারকে সরিয়ে দেয়া হয়েছে। ইরাকে দায়িত্ব পালনকালে যুদ্ধাপরাধে অভিযুক্ত গ্যালাঘারের বিচারে একটি বিশেষ ট্রাইব্যুনাল গঠনের সিদ্ধান্ত নেয় মার্কিন নৌবাহিনী। গ্যালাঘারের প্রতি সমর্থন জানিয়ে ট্রাম্প সেই সিদ্ধান্ত বাতিল করতে নির্দেশ দিলেও তৎকালীন নৌপ্রধান স্পেন্সার তা অমান্য করেন।
স্পেন্সার বলেন, এডওয়ার্ড গ্যালাঘারকে ছাড় দেয়া হবে নৈতিকতা ও আদর্শ পরিপন্থি।