বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযানে ফেন্সিডিলসহ আটক- ২

বেনাপেল(যশোর)প্রতিনিধি:
যশোরের বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযানে ৪৫ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ কাগমারী গ্রামের হোসেন আলীর ছেলে শাহজালাল(২৩) ও একই গ্রামের সাজু হোসেন এর ছেলে রাকিব হোসেন(২২)নামে দুই মাদক ব্যবসায়ী আটক।
মঙ্গলবার(২৬শে নভেম্বর)ভোর রাতে এএসআই রবিউল ইসলাম,এএসআই শরিফুল,এএসআই শাহীন ফরহাদ ও কনেস্টবল মহিউদ্দিন গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানাধীন কাগমারী গ্রামস্থ মসজিদের সামনে অভিযান চালিয়ে ৪৫ বোতল ভারতীয় ফেনন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয়।
বেনাপোল পোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মামুন খান বলেন, গোপন সংবাদে আমরা জানতে পারি বেনাপোল পোর্ট থানাধীন কাগমারী গ্রাম দিয়ে মাদকের একটি চালান যাচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ৪৫ বোতল ফেন্সিডিল সহ দুই জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।আটকদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে যশোর বিজ্ঞ আদালতো সোপর্দ করার প্রক্রিয়া চলছে।