সাংসদ ওমর ফারুকের সভাপতিত্বে রাজশাহী জেলা আওয়ামী লীগের প্রস্তুতি সভা

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী জেলা আওয়ামীলীগের সম্মেলন আগামী ৮ ডিসেম্বর। এ সম্মেলন সফল করতে আজ বৃহস্পতিবার লক্ষীপুরস্থ কার্যালয়ে জেলা আওয়ামীলীগের সভাপতি ও রাজশাহী-১ আসনের সাংসদ আলহাজ্ব ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে এক প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছে।
প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সম্মেলনের প্রধান সমন্বয়ক, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য, রাজশাহী মহানগর আওয়ামীলীগের সভাপতি ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জননেতা এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন ও রাজশাহী জেলা আওয়ামীলীগ সভাপতি ও রাজশাহী- ১ (তানোর- গোদাগাড়ী) মাননীয় সংসদ জননেতা আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী এম পি।
প্রস্তুতি সভায় রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাংসদ আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী বলেন, আওয়ামীলীগের কোন নেতার সাথে আমার ব্যক্তিগত বিবাদ নাই, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশ অমান্য করে নৌকার বিপক্ষে কাজ করেছে বলেই তাদের সাথে আমার বিরোধ। আগামীতে সকলে ঐক্যবদ্ধভাবে নৌকার পক্ষে কাজ করার আহবান জানান তিনি।