ইবির সদ্য বিদায়ী উপ-উপাচার্যকে ইংরেজি বিভাগের অভ্যর্থনা
তারিক সাইমুম তারিক সাইমুম
ইবি প্রতিনিধি

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইংরেজি বিভাগের আয়োজনে সদ্য বিদায়ী উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ শাহিনুর রহমানকে অভ্যর্থনা জানানো হয়েছে।
মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-নজরুল কলা ভবনের ইংরেজি বিভাগের সেমিনার কক্ষে এ অভ্যর্থনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ইংরেজি বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোছাঃ সালমা সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদ্য বিদায়ী উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ শাহিনুর রহমান ও অভ্যর্থনা অনুষ্ঠানের আহ্বায়ক অধ্যাপক ড. মোঃ মিজানুর রহমান।
অনুষ্ঠানে অতিথিদের ফুল, ক্রেস্ট, উপহার ও উত্তরীয় পরিয়ে স্বাগত জানানো হয়। পরে বিভাগের শিক্ষার্থীদের আয়োজনে ভাষার মাসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সঙ্গীত পরিবেশনা করেন। এরপর বিভাগের শিক্ষকবৃন্দ একে একে অনূভুতি প্রকাশ করেন এবং অতিথিবৃন্দ সদ্য বিদায়ী উপ-উপাচার্যকে অভ্যর্থনা জানিয়ে তার বিভিন্ন অবদান, সাফল্য ও অর্জন তুলে ধরে বক্তব্য রাখেন।
এছাড়া অনুষ্ঠানে ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মোঃ সাজ্জাদ হোসেন জাহিদ এর সঞ্চালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোঃ জাহাঙ্গীর হোসেন, পরিবহন প্রশাসক অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন এবং বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় সভাপতি ও ইংরেজি বিভাগের শিক্ষকবৃন্দসহ বিশ্ববিদ্যালয়ের অনান্য বিভাগের শিক্ষকবৃন্দ।
প্রসঙ্গত, সদ্য বিদায়ী উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ শাহিনুর রহমান আজ মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) তার নিজ (ইংরেজি) বিভাগে পুনরায় যোগদান করেছেন বলে জানা গেছে।