মাভাবিপ্রবিতে “বঙ্গবন্ধুর বাংলা ভাষা ও সংস্কৃতি ভাবনা” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
মামুন হোসাইন মামুন হোসাইন
সাব-এডিটর

মাভাবিপ্রবি প্রতিনিধিঃ
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(মাভাবিপ্রবি) মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে “বঙ্গবন্ধুর বাংলা ভাষা ও সংস্কৃতি ভাবনা” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের বিজিই বিভাগের সেমিনার কক্ষে এবং অনলাইনে অনুষ্ঠিত হওয়া সেমিনারে বক্তারা ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে বাংলা ভাষার রাষ্ট্র কাঠামোতে অন্তর্ভুক্তির ইতিহাস ও তাতে বঙ্গবন্ধুর তাৎপর্যপুর্ন ভুমিকা তুলে ধরেন।
এছাড়াও বাংলা ভাষা রক্ষায় বিভিন্ন সংস্কার ও পদক্ষেপ গ্রহনের প্রয়োজনীয়তাও ব্যক্ত করেন বক্তারা। এই আলোচনা সভার সভাপতিত্ব করেন মাভাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলাউদ্দিন।
প্রবন্ধ উপস্থাপক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন ও ইতিহাস বিভাগের অধ্যাপক ড. আবু মোঃ দেলোয়ার হোসেন। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক জনাব জাফর ওয়াজেদ ।
এছাড়াও স্বাগত বক্তা হিসেবে প্রফেসর ড. এ,এস, এম সাইফুল্লাহ, সন্ঞ্চালক হিসেবে ড. রোকসানা হক রিমি ও সুব্রত ব্যানার্জিসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারিরা উপস্থিত ছিলেন।