ঢাকা ১২ই এপ্রিল, ২০২১ খ্রিস্টাব্দ | ২৯শে চৈত্র, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:১৭ অপরাহ্ণ, এপ্রিল ৩, ২০২১
মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি : শ্রীনগরে প্রতিপক্ষের হামলায় ২ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার বেলা১০ টার দিকে উপজেলার পাটাভোগ ইউনিয়নের পাটাভোগ গ্রামে এ হামলার ঘটনা ঘটে।
ভুক্তভোগী ও এলাকাবাসী সুত্রে জানাযায় আকলিমা বেগম কে প্রতিবেশি মুজিবুর রহমান বাড়ির নিকটে আলু ক্ষেত হইতে পঁচা আলু সরিয়ে নিতে বল্লে আকলিমা আক্তার তা সরিয়ে নিতে অসীকৃতি জানায় তখন তাদের মধ্যে অনেক বাক বিতন্ডা হয়,
বিষয়টি আকলিমা বেগমের স্বামী রমজান শেখ জানতে পেরে বিষয়টি জানতে চাইলে একই গ্রামের মৃত মরন মোল্লার ছেলে মজিবুর সহ তার ভাই, ছেলে কথা কাটাকাটির এক পর্যায়ে রমজান শেখকে বেদম প্রহার করে।
রমজান শেখ মাটিতে লুটিয়ে পড়লে এলাকাবাসী আহত রমজান শেখ কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। এ ব্যাপারে আহত রমজান শেখের ছেলে বাদি হয়ে ৭ জনের বিরুদ্ধে শুক্রবারে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
এব্যাপারে শ্রীনগর থানার অফিসার ইনচার্জ হেদায়াতুল ইসলাম ভূঞা বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
সম্পাদক ও প্রকাশক : আবু সাঈদ সজল
হেড অফিস: আনন্দ প্লাজা (২য় তলা) মজিদপুর রোড, সাভার, ঢাকা-১৩৪০।
আঞ্চলিক অফিস: ইসলাম টাওয়ার, মির্জাপুর, রাজশাহী-৬২০৬।
মোবাইল : +৮৮-০১৭৯১৪৯৯৭০৯( সম্পাদক ) , +৮৮-০১৭০০৭৮২৯৫২ (বার্তা কক্ষ)
ই-মেইল : dailyalokitovor@gmail.com
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | Developed By Bongshai IT